তাদের যেতে হবে বহুদূর
ঐ মাঠে কি যেন বাজছে নূপুর
ডাকছে আয় আয় বলে বিষম চিৎকার


বেলা তখন প্রায় মধ্যদুপুর।


পুষ্প আসে নিয়ে শতদল- রঙের গভীরে যার
উন্মুল ক্ষতশোক; একটি পাখি উড়ে উড়ে আসে-
ডানায় চঞ্চুতে যার শুকে যাওয়া রোদ।
নদীরা বৃক্ষের মতন এসে পড়ে কিছুপর
জলের শিকড়ে মেখে দগ্ধ যৌবন
ছুটে এসে বলে কুকুর- হে সমবেত দল
সাথে নিন মোরে- রেখে এসেছি কামড়।


মাঠের মধ্যেখানে জড়ো হয়ে পরে তারা।
ফুল, খগ, সরিত, সারমেয়
-কিছুই দেখতে পায়না
চক্রাকারে যখন বসে পড়ল ওরা
বৃত্তের কেন্দ্রে জ্বলে উঠল অনল
-কিছুতেই নেভানো গেলোনা।


কিছু কিছু অনলে ছাই হয় না
কেননা কামনারা মরেনা
কোনদিন
কিছু কিছু প্রেমে কিছুই মেলেনা
যাতনা তাদের কিংশুক-মনোবেদনা
অহর্নিশ।