প্রথমে বন্দনা করি শব্দভ্রমর
দ্বিতীয়ে নত হই ঈশ্বর তোমার
তৃতীয়ে গীত গাই প্রেম প্রবরের
তারপরে শুরু করি সব স্বীকার-


পুষ্প আমি নই- অলক্ত ঘ্রাণরাজি
প্রভুর কল্যাণে কভু কাজে আসিনি
সুর ছিল শুধু অম্লীয়-তনু-সর্পিনী
মিথ্যে ঘোরের ক্লিশে বিনোদিনী।


নেচে গেয়ে মোর নূপুর খসে গেলো
কুসুমোলি অহমিয়া কই পালালো
নিলোনা প্রিয় ভগবান কই হারালো
অর্চনায় ভুল ছিল বুঝি ভুল ছিল.....