সেই দিল্লী সেই আগ্রা একই তো সেই চকবাজার; মানুষ গুলি বদলে গেছে এক হয়েছে দেড় হাজার। মোঘল যুগের খুশবু এখন বোতল বন্দি
পারফিউমে, শাহী খানা ইফতারিতে সয়লাব হয় রমজানে। রঙিন টুপি, বসরাই আতর গন্ধরাজ আর গোলাপ; চকবাজারে শিক কাবাবে মানুষ পোড়া, মানুষ মরা, তাকে ঘিরে ঝলসে ওঠে মর্সিয়া আর বিলাপ।


মোঘলজাদি জাহানারা  চকবাজারেরর কান্না তুমি শুনতে কি পাও ?  তোমার গড়া চকবাজারে রাতের বেলায় গমক তানে রাগ দীপকে সুর তুলেছে; মেঘমল্লার বিহার করে দূরের দেশে, কোথা তানসেন?  দেখবে এসো  মানুষ পোড়া উড়ন্ত ছাই; পুড়ছে দেখো ' আমার সন্তান যেন থাকে দুধে ভাতে- ভরত চন্দ্রের দুধ  খাওয়ানো কপিলা গাই।


হায়রে আমার চকবাজার, হায়রে আমার তিলোত্তমা ঢাকা! আর কতো চলবে এমন আগুন নিয়ে খেলা, রাজার ঘরে লাগলে আগুন, প্রজা ভাসায় ভেলা। আমি তুমি মরলে পড়ে মাথার উপর চিলটা ওড়ে, শকুন এসে ঠোকর মারে। দুদিন বাদে কেউ শোনে না কেউ দেখে না, কেউ জানে না কত মায়ের কোল হয়ে যায় ফাঁকা।
হায়রে আমার তিলোত্তমা ঢাকা।