তোমার ঠোঁটে একটা আলতো চুমো দিয়ে,
ঈশ্বর কে দু রাকাত নফল নামাযের দোহাই দেই।
মনে মনে বলি পাপে ভরা দুনিয়া,
একটা সূক্ষ্ম চুমুতে কি ই বা আসে যায়।
তবুও ফুটপথের ভিখারি কে দুটো পয়সা দেই,
যদি ভিখারির হাসি দেখে , ঈশ্বর চুমুর কথা ভুলে যান।
ঈশ্বরের হাত নেই পা নেই রক্ত চক্ষু নেই
তবুও ভয়ে মরি।
হয়তো বা বেহেশতের হুরীদের ঠোঁট থেকে বঞ্চিত হওয়ার ভয়,
কিংবা জাহান্নামের অগ্নি গর্ভের ভয়।
তবুও চুমো দেই ,
ভয়ে ভয়ে ঠোঁটে বসাই ঠোঁট।
ঈশ্বর, দয়া করে কাঁধের দুই প্রহরী কে বলুন,
ওদিকে দৃষ্টি দিতে , দুনিয়াটা জ্বলে যাচ্ছে।
এদিকে আমি চুমোর কাজটা সেরে নেই!