নিম ফুলের মত তিতে হয়ে যায় জীবন
যখন পড়ন্ত বেলায় ঢাকার রাজ পথ জুড়ে
পাখা মেলে মধু খায় বুক পেতে হুল নেয়
মৌমাছি এবং রঙিন ফুলের দল!
আমি নিম গাছ হয়ে দাঁড়িয়ে থাকি
গুচ্ছে গুচ্ছে ফোটে সাদা ফুল বসন্ত মৌসুমে
কই? কেউ তো ছুঁয়ে দেখলো না! কেউ তো
কাছে এসে বলল না , আহা! নিমের কি বাহার-
ওরা রাস্তায় দাঁড়িয়ে করে আহার, নেয় ঠোঁটের স্বাদ
আমি নিম গাছ হয়ে ঠায় দাঁড়িয়ে থাকি
তিক্ততায় ভরা ঠোঁট
পাশ দিয়ে উড়ে যায় প্রজাপতি- মৌমাছি
পেলব বাতাস লাগে গায়ে ......
ফুল গুলি হয়ে পড়ে বড্ড উন্মাদ!
পাতা তখন বলে, ওরা ব্যথা পাক হৃদয়ে ধরুক পচন
আসবে আসবে আসতেই হবে নিম ফুলের জীবন যার
তার কাছে আসতেই হবে, নিগড়ে নেবে যৌবন রস
আমার যৌবন উন্মুখ পাতায় ওর কষ্টের উপশম!