আগের মত কিছুই নেই-
বাতাসের সুর কেটে যায় জীবনের কোলাহলে
বিপন্ন হরিণী খোঁজে ভোরের আলো মাখা সবুজ কচি ঘাস;
ঝিনুকের বড় আশা, মিলে যদি যায় বালুকাবেলা পদচিহ্নহীন নির্জন সৈকত।
চাঁদ ঝোরে পড়ে বুড়িগঙ্গার জলে, হায়! কোথা গেল সরসীর ফাঁদ!
ভ্রমর চায় মহুয়ার মৌ, কতদিন ঝিম ধরে না তার চোখ;
গগন শিরীষ বিষণ্ণ বড় এই বুঝি শেষ হয় শতবর্ষী প্রান।
ক্লান্তি ঘর্ম ক্লেদে ডুবে যায় শহর, ফিরে আসে নির্ঘুম অবসাদ।
মাকড়সার জালে ঢাকা পড়ে যায় প্রকৃতি আর মানুষের ইতিহাস।
প্রেম ফেরে না'ক, বারংবার প্রেমিকেরা ফিরে আসে শূন্য হাতে;
একাকিনী জলে ভাসে জীবনানন্দের খৈ রঙা হাঁস...
কেউ নেই কিছু নেই আগের মত, শুধু আছে মনের সর্বনাশ।