আজান শোনো মিনার হতে ডাকে মুয়াজ্জিন
আর থেকো না  ঘুমের দেশে হচ্ছে শুরু দিন।


খানিক পরেই সূর্য মামা উঠবে গগন জুড়ে
আলোর রেখা ফুটার আগে ফজরটা নাও পড়ে।


ফজর পড়ে দিনের শুরু করতে যদি পারো
সকল কাজে পাও বারাকাহ,প্রশান্তিও আরো।


যোহর হবে কাজের ফাঁকে বিশ্রামেরই মত
দ্বিগুনবেগে কাজ করিতে শক্তি পাবে যত।


কাজের শেষে দিন গড়ালে আছর পড় সবে
সারা বিকাল প্রফুল্ল মন প্রশান্তিতে রবে।


দিনের আলো হারতে গেলেই মাগরিব পড়ে নাও
দিনে রাতে আল্লাহর জিকির তব দিলে গাও।


এশা পড়ে বিশ্রামে যাও ক্লান্তি হবে দূর
দিনে রাতে সফল তুমি পাবে আল্লাহর নুর।