আমি না হয় হলাম না আর কবি
শব্দ দিয়ে গাথলাম না,না হয় গ্রাম বাংলার ছবি।


পত্রিকাতে ছাপলো না, না হয় ছড়া
পাঠকদের হলো না, না হয় মোর কবিতা পড়া।


লিখবো আমি আমার মনের খাতায়
ছড়িয়ে দেব,বাসেন ভাল তাদের মনের পাতায়।


তুমি না হয় হিংসে করেই গেলে
ভাসিয়ে দেব সব যাতনা ছন্দ বোনার ছলে।


আমার ছন্দ,শব্দরা সব সোনা
আমি হলাম না,না হয় সবার মত কবি হিসাবে গুনা।