মিনারে মিনারে হাকে ভোরের আজান
পুব আকাশ লাল হয় গেয়ে তার গান।
কুরানের সুরে সুরে জাগে মোর দেশ
ছয়টি ঋতুতে খোদা সাজিয়েছেন বেশ।


কাঠফাটা খররোদে ঋতুর হয় শুরু
নদ নদী মাঠ ঘাট শুকে যায় পুরো।
গাছে গাছে আম জাম রসালো কাঠাল
এভাবেই আসে-যায় ঋতু গ্রীষ্মকাল।


আধারের কালো মেঘে আকাশ ঢাকে
পাগলা হাওয়ায় সব গাছপালা ঝাঁকে।
বৃষ্টির সাথে শোনো গুড়ুম গুড়ুম
বিদ্যুতের চমকে বুঝি বর্ষার ঝুম।


রাতের আকাশ হতে  শিশির ঝরে
মিষ্টি মধুর হাওয়ায় কাশফুল নড়ে।
ঝিঙের মাচায় বসে দোয়েলের শিস
মন কাড়ে শুভ্রতায় শরৎ অহর্নিশ।


সবুজ ধানের শীষে সোনালি রঙ
নবান্নের উৎসবে  করে রঙঢঙ।
পিঠা পুলির আসর বসে হেমন্তের গানে
খুশির বারতা বাজে কৃষকের প্রাণে।


হেমন্তের পরে নামে শীতের চাদর
মন চায় পেতে শুধু সূর্যের আদর।
রাতভর কুয়াশায় ঢাকা পড়ে সব
কনকনে শীতে কাঁপে সৃষ্টি নিরব।


ঋতুরাজ বসন্ত আসে সবার শেষে
প্রকৃতি সাজে যেন নব বধুর বেশে।
এত রুপ এত গন্ধ নাই তার শেষ
এই হলো আমাদের প্রিয় বাংলাদেশ।