ভুল কে ভুল বলে,মিথ্যেকে না
সৎ পথে নির্ভীক আছে ক'জনা?


কেউ থাকে নিশ্চুপ জীবন ভয়ে
সারাটি জীবন কাটে যাতনা সয়ে।


সকলের প্রতিবাদী হয় না সাহস
সত্য মিথ্যায়  করে তাই বহস।


কিছু আছে জীবনের রংগীন মোহ
মনো মাঝে চাপা পড়ে শত বিদ্রোহ।


জগতে কতক আছে পদের মায়ায়
আশ্রিত হয়ে থাকে মিথ্যের ছায়ায়।


লক্ষ হাজার টাকায় লোভাতুর চোখ
শত মিথ্যার মাঝে তালা দেয়া মুখ।


প্রাণ গেলে যাক না, সাহসী বীর
বিনিময়ে খুঁজে সে সত্যের তীর।


জীবনের মায়ায় তারে পিছু নাহি টানে
মিথ্যাকে পায়ে দলে সত্যকে মানে।