বনের রাজা সিংহ মামা
বাঘ হলো তার পরে
পশু পংকি বনের সবে
সদায় তাদের ডরে।


বুদ্ধিতে ভাই অনেক পাকা
শিয়াল মামুর চাল
বান্দ্রামীতে বানর নাচে
গাছে এডাল ওডাল।


তৃণভোজী প্রাণীর মাঝে
হরিণ বেজায় বোকা
ডাঙায় নদে সবখানেতে
সর্বদা খায় ধোকা।


দৌড়ে হারায় সব প্রাণীকে
খরগোশ অতি ছোট্
মরা গরু পাইলে শকুন
দেয় যে হরিলুট।


লম্বা শুঁড়ের বপু কানে
অনেক মোটা হাতি
একটুখানি গায় লাগে না
দাও না যতই লাতি।


ভাল্লুক নাচে ছোট্ট পায়ে
লম্বা লম্বা লোম
নাদুস নুদুস ঘোড়ার পালে
দেয় দাঁড়িয়ে ঘুম।