সব মোরা ছড়াকার
লিখি ছড়া ছন্দ
ছন্দের তালে কেউ
ছড়ায় দুর্গন্ধ।


অনেকেই নিজে সেরা
বাকী সব মূর্খ
দখলে রেখেছে যেন
ছন্দের দুর্গ।


ছড়া লিখে বাঁশ দেয়
মাঝে মাঝে লাত্তি
হাক ডাকে মনে হয়
ছড়াকার হাত্তি।


এভাবেই ছড়া লিখে
সমাজের লাভ কী?
ছন্দ ছড়ায় আনি
ভালবাসা ভাব টি।