হে প্রভু,
কাল বোশেখী ঝড় দিয়ে ভেঙ্গে দিলে ঘর
শক্তি দিও সে ঘর আবার গড়িবার
উত্তাল তরঙ্গমালায় ভাসিয়ে দিলে তরী
চাই হিম্মত সে তরী পার করিবার।


ধু ধু বালুর মরুর ভূমে হারিয়ে দিলে পথ
ধৈর্য দিও সে পথ আবার খুঁজিবার
গিরিসঙ্কটে ফেলে দিলে আমায় তুমি কভু
মনের আলো দিও পথ চিনিবার।


পরাজিত দাও বানিয়ে নফস কিবা ইবলিসে
বুঝটুকু দাও ক্ষমা ফিরে চাহিবার
রুক্ষ সুক্ষ পাপের মাটে রহম ঢেলে দিয়ে
সুষমিত করে নাও মোর চারিদার।