দুঃখ পেলে পেতে পারো
দুঃখ তবু দেবো আরো
করবো না আর সুখের বেচাকেনা
কাঁদছো তুমি কাঁদো কাঁদো
সম্পর্ক নেই একটু আধো
তোমার সাথে মনের লেনাদেনা।


বাসলে ভালো অল্প অতি
বেপরোয়া তাই মনের গতি
কাটলে বাঁধন কোন সে মোহে পড়ে
এইভাবে নেয় প্রেমের শোধও
ছিল নাতো বোঝার বোধও
ছলনাতেই বিরহের ভিত গড়ে।


মাত্র ক'দিন সুখ আবেশে
কাটিয়ে দিলাম ভালোবেসে
হারিয়ে ছিলাম মনের ভাবাবেগে
সম্বিত ঠিক এলো ফিরে
ঘৃণার পাহাড় তোমায় ঘিরে
মুখ ফেরালে তুমিও দারুণ বেগে‍।