আমি ভন্ড নই, আমি মুসলিম
কোনো এক আড়ম্বরপূর্ণ সাহিত্যালোচনায়
তোমার এই দাম্ভিক উক্তি, আজো কানে ভাসে।
তোমার সেই গোলগাল চেহারার চাঁদমুখ
আজো আলো বিচ্ছুরিত হয় আমার হৃদয়স্পটে।
আমার শব্দেরা যখন নিমজ্জিত হতে যায় অশ্লীলতায়
সফেদ কাগজে উলংগ নাচন শুরু করে অক্ষরগুলো
তখন তোমার সেই সংক্ষুব্ধ হৃদয়ের অকপট উক্তি
বারে বারে ফিরিয়ে আনে আপোষহীন পথে
আমার কবিতারা ফের প্রাণ পায়,সজীবতা পায়।
সেদিন তুমি বলেছিলে নির্ভার,নির্ভয়
তোমার ভেতরের ক্ষুব্ধতা আঁচড়ে পড়েছিলো তুলতুলে গা'য়ে
থরথর করে কাঁপছিলে তুমি, আর জনাকীর্ণ হলরুম।
রাজনীতির পুথিগন্ধময় নীতির কাছে তুমি আত্বসমর্পন করোনি
তোমার কলম পদলেহনের নির্লজ্জ সারিতে যুক্ত হয় নি
তোমার পংক্তিগুলো পদকের জন্য লুলুপ্য হয় নি
অক্ষরগুলো মিছিল তুলেনি পদক দাও,পদক দাও
তাই তুমি একান্ত একাকিত্বে,নিভৃতে।
তোমার মায়ের সোনার নোলক হারিয়ে গেলে শেষে
হেথায় হোথায় খুঁজে,খুঁজেছিলে সারা বাংলাদেশে।
তুমি,মা, সোনার নোলক আর বাংলাদেশকে
একাকার করেছিলে-ভালবেসেছিলে
আমরাও তোমায় ভালবাসি হে কবি
মা'য়ের সোনার নোলকের মত তুমিও একদিন হারিয়ে যাবে
আমরা তোমায় খুজে নিবো সারা বাংলাদেশে
তোমার কবিতার পরতে পরতে।