তোমার মুখের একটু খাবার
অনাহারীর মুখে দাও
তোমার বাড়ির একটু আহার
কাছের বাড়ি পাঠিয়ে দাও।


তোমার বাড়ির আলমারিতে
সাজানো ঐ কাপড়টাও
স্মৃতি করে নাই বা রেখে
বস্ত্রহীনদের পরিয়ে দাও।


তোমার বাড়ির জ্ঞানের আলো
বিলাও তুমি সারা গায়
তোমার বাড়ির ফুলের সুবাস
ছড়িয়ে পড়ুক দক্ষিণা বায়।


তোমার বাড়ির সুখের আভা
ছড়াক হাসি সবখানে
তোমার বাড়ির স্নেহের পরশ
দুঃখ কাটুক সব মনে।


তোমার বাড়ির রঙ্গিন ঘুড়ি
উড়ুক সবার আকাশে
তোমার বাড়ির গুণের কথা
ভেসে বেড়াক বাতাসে।