খেলছে খোকা ফুলের বনে
দুল দুলিয়ে পাও
আসলো উড়ে রঙ্গিন ডানায়
প্রজাপতির ছাও।


আজকে খেলার সাথী হবে
প্রজাপতির ছানা
খোকার মনে খুশির বান
তাধিন তানা নানা।


প্রজাপতির ছানা উড়ে
ফুলে ফুলে ফুলে
পিছু পিছু ছুটছে খোকা
জীবন মায়া ভুলে।


অনেক পরে ক্লান্তি এসে
থামায় খোকার খেলা
রঙ্গিন ডানার পিছু পিছু
কাটলো অনেক বেলা।


বইয়ের পাতায় সময় দেয়া
অনেক ছিলো ভালো
জ্ঞানের পিছু ছুটলে তবে
দূর হবে সব কালো।