ফুলের বনে বসে খোকা
ভাবছে মনে মনে
কেমন করে ভাব জমাবে
ফুল পাখিদের সনে।


কেমন করে সুর মেলাবে
টুনটুনি গায় দূরে
মৌ-মাছিটা ভনভনিয়ে
মাথার উপর ঘুরে।


মৌ-মাছি কয় ওরে খোকা
ভাবছো কি আর বসে
অনেক মধু জমিয়েছি আজ
মুখ করো রসরসে।


হাজার ফুলের মধু এনে
মৌ ছাকটা ভরি
নিতে পারো অনেক তুমি
টুসটুসে গাল করি।


খোকা বলে চাই না মধু
খাওয়ার পরে নাই
জ্ঞানের মধু চাই আহরণ
জগতময় বিলাই।