সূর্যমুখী মুখ বাড়িয়ে
ডাকলো ওরে খোকা
আমায় রেখে যাচ্ছ কোথায়
তুমি ত নও বোকা।


চেয়ে দেখ মুখটি আমার
সূর্যের হাসির মত
আমার থেকে ফুলবাগানে
ছড়ায় হাসি যত।


আমার থেকে অনেক হাসি
তুমিও নিতে পারো
হাসির ঝিলিক তোমার গালে
লাগবে ভালো আরো।


খোকা বলে মুছকি হেসে
চাই না এমন হাসি
খানিক পরেই মিলিয়ে যাবে
হইবে যে তা বাশি।


এমন হাসি চাই ছড়াতে
থাকবে জীবনভর
জ্ঞানের আলোয় ছড়াক হাসি
ভরুক সব অন্তর।