ফুলের বনে আসলো খোকা
হাতে বই আর খাতা
রাজার মত বসলো যেথায়
ফুলের কুঞ্জ পাতা।


গোলাপ,জবা,টগর এলো
সূর্যমুখীর হাসি
জুই,চামেলি,বেলি ছড়ায়
সুবাস রাশি রাশি।


চড়ুই পাখির কিচিরমিচির
থামলো উড়াউড়ি
টুনটুনিটা বসলো কাছে
গানের ঢালি ছুড়ি।


ফুল পাখিরা সবাই এসে
খোকার পাশাপাশি
বইয়ের পানে মিটমিটিয়ে
তাকায় মুছকি হাসি।


মেলে খোকা বইয়ের পাতা
বর্ণমালা শুরু
বললো, হেসে জ্ঞানই সেরা
জ্ঞানীই হলেন গুরু।