সেথায় আগে পুকুর ছিলো শান বাঁধানো ঘাট
বসতো যেন বিকেল হলেই বউ ঝি'য়েদের হাট।


কিলকিলিয়ে হাসতো সবে গুনগুনিয়ে গান
গানে সুরে কইতো কথা চঞ্চলা ক'প্রাণ।


সন্ধ্যের আগে বউ ঝি'য়েরা ফিরতো আপন ঘরে
কাল বিকেলে আসবে কি সই জানত করুন সুরে।


বউ ঝি'য়েরা ফিরলে ঘরে গাঁ'য়ের ছেলে পুলে
খেলাধুলা কান্তি দিয়ে জমতো ঘাটের জলে।


হাত পা ধুয়ে ছেলেপুলে আপন আপন মনে
কেউ চলতো গৃহকোণে কেউ মসজিদ পানে।


খানিক পরেই পুকুর জুড়ে নিকষ কালো আঁধার
কাটছে সাঁতার জল পরীরা এপার ও অপার।


ছলছলিয়ে কলকলিয়ে দুলছে ঘাটের পানি
নাইতে এলো আজকে বুঝি জলপরীদের রানী।


রাতদুপুরে পুকুর ঘাটে জলপরীদের মেলা
জমছে যেন আবার ফিরে দিন বিকেলের খেলা।


এমনি করে পুকুর ঘাটে নানান আয়োজন
রাত্রী হলে জিন পরীরা দিনে মানুষ জন।


হঠাৎ সেদিন পুকুর ঘাটে বাজলো করুন সুর
জলপরীরা পালিয়ে গেল অনেক অনেক দূর।


বাঁচাও বাঁচাও আওয়াজখানি হাওয়ায় ভেসে গেলো
জিন পরীদের মামলা ভেবে কেউ ত নাহি এলো।


সকাল হতেই গেরাম জুরে হয় শুরু ফিসফাস
পুকুরঘাটে পড়ে আছে এক মায়া তরুণীর লাশ।


জনে জনে লাশখানি চায় যায় হুতাশা করি
কেউ বলে লাশ মানুষ হবে কেউ বলে জিন পরী।


সেদিনের পর ভয় জাগিলো পুকুর ঘাটের দিকে
দেউ দানবের কিচ্ছা রটে গ্রাম শহরের দিকে।


শহর থেকে পুলিশ এলো কে ঘটালো এমন
গ্রামের মানুষ বলছে কথা যে যার মত যেমন।


পুলিশের হয় চান্দি গরম আজব কথা শুনে
দিয়ে হানা সব বাড়িতে পুরুষ ধরে গুনে।


পুলিশের হাতে কেউ পড়িলো কেউ ছাড়িলো ঘর
এমন করে গায়ের মানুষ কাটছে জীবনভর।