আমার মাঝে নেই ত আমি তোমার মাঝে বাস
তোমার মাঝে রচিত হয় আমার সর্বনাশ
তবু আমি তোমায় দেখি
তোমায় নিয়ে ছন্দে লেখি
গান,কবিতা,গল্প আরো লেখি বারোমাস।


আমার সকল রঙ্গিন স্বপন তোমায় নিয়ে দেখা
তোমার সাথে মিলছে না ত আমার হাতের রেখা
তবু আমি স্বপ্ন বুনি
তোমায় পাবার দিন যে গুনি
তপস্যাতে সিন্ধু মিলে তোমার কাছেই শেখা।


আমার সকল অলস সময় তোমায় নিয়ে কাটে
নৌকা জানি ভিড়বে না ত তোমার নদীর ঘাটে
তবু আমি বাইছি তরী
তোমায় পাব আমার করি
সেই ভাবনা খেলছে সদা আমার হৃদয় মাঠে।


আমার দিলে বসত করে তোমার গরল দিল
এই জনমে হইবে না ত তোমার আমার মিল
তবু আমি তোমায় বুঝি
তোমার মাঝে আমায় খুঁজি
দৈবক্রমে খুলে যদি তোমার মনের খিল।