কুলে পিঠে মানুষ করে
যে আমায় করলে বড়
সে আমার মা,সে আমার বাবা
সব ছেড়ে তাদেরেই বড় পীর ধর।


মায়ের মমতা আর কোথায় আছে
বাবার শাসন তুমি পাবে কার কাছে
সেই তাহাদের ছেড়ে তুমি কার পিছে ঘুরো।


কত অসহায় ছিলে এই ত সেদিন
কেমনে শোধিবে তুমি তাহাদের ঋণ
সেই তাহাদের রেখে তুমি কার পুজো কর।


মা,বাবার মত কেউ হয়না আপন
হোক না অন্য কেউ যত প্রিয়জন
সেই আপনেরে কেমনে তুমি দূর দূর কর।