জীবনের পড়ন্ত বিকালে
ক্লান্ত পরিশ্রান্ত তুমি
যৌবনের সেই প্রখর রোদ্রের তাপদাহ
এখন আর নেই
আলো জ্বলমল সোনালী প্রভাত
সেই কবে হয়েছে অতিক্রান্ত
খানিক পরেই যে সন্ধা নামবে
রাত্রির নিকশ কালো অন্ধকার
তোমার জীবনের সকল আলো
ম্লান করে দিয়ে
তোমাকে নিয়ে যাবে
অনন্ত জীবনের প্রান্তসীমায়
তুমি হারাবে নিয়তির অতল গহবরে
ঠিক তেমনি
বছরের শেষ দিনের সুর্যটি
হারিয়ে যায় যেমনি ।


(০১/০১/২০১৫)