স্যেনের কিনার ঘেসে
স্বস্ত্রীক হেটে চলেছি তার অপার সৌন্দর্য পিয়ে
চলতে চলতে এক অতীত নাড়া দিলো হৃদয় বন্দরে
কোন্ কিনারটায় বসে শব্দের মালা গেথেছেন মাইকেল
সত্য সুন্দরের পংক্তি কোথায় ঢেও তুলেছিলো ছলাৎ ছলাৎ
সামনে এগিয়েছি
ভালবাসার তালা ঝুলানো ব্রীজ
একটি তালা খুজলাম বহুক্ষণ
একটি শব্দ কিংবা
একটি শ্লোক
মাইকেল কি লিখে রেখেছেন কোন তালার মাঝে
তার ভবিষ্যৎ প্রজন্মের লাগি।


(প্যারিসের  স্যেন নদী )