এখনো ত কোমর পানি ভিজেনি ত গলা
এখনো ত দিব্বি হচ্ছে মিষ্টি হাটা চলা
কেমনে তবে বলতে পারি বন্যা কিংবা বান?
সবাই মিলে কোরাস ধরো উন্নয়নের গান।


শহর নগর সব ভাসিলো উন্নয়নের জলে
নদীতে তাই উড়োজাহাজ ডাঙায় নৌকা চলে
উন্নয়নের এমন জোয়ার আগে দেখেছো কেউ?
তাই বলো না বন্যা সেটা উন্নয়নের ঢেউ।


হাওর নদী সব একাকার রাজধানীরো বুকে
পার হচ্ছে নৌকা,গাড়ি ছুটছে মহাসুখে!
পিকনিক পিকনিক ভাব জমেছে সবাই হাসিখুশি
মন্ত্রী বলেন বন্যা তা নয়,কেমনে তাকে দোষী?


উন্নয়নের এমন জোয়ার থাক না ক'দিন ভাই
নৌকার উপর ভরসাটা বাড়ুক তা তো চাই
ঘরে ঘরে নৌকা হবে এমন কথাও শুনি
গাঁজার নৌকা ডাঙায় চলে বলেন জ্ঞানী গুণী।