বয়স টা যে যাচ্ছে আমায় ছেড়ে
মৃত্যুর দূত আসছে কেবল তেড়ে
এখনো ত হয় নি যোগাড় সামান
অন্ধ ঘরে কেমনে দাগাই কামান?


এখনো ত শুন্য ঘটি বাটি
জীবন নয় ত শুদ্ধ পরিপাটি
মিছে মোহ মায়ায় আছি পড়ে
জীবন আছে হয়ে নড়েবড়ে।


শিশুকালটা গেল ঘুমের বেলায়
কৈশোর গেল দূরন্ত সব খেলায়
যৌবনটাও যে যাচ্ছে এমনি করে
জবাব আছে এখন গেলে মরে?


বৃদ্ধকালে চলবো নবীর বেশে
নামাজ কালাম ধরব অবশেষে
এমন নিয়ত ছিল অনেক জনার
হারিয়েছে সে দিন ছিল যা গনার।


সময় থাকতে সময়ের গাও গান
কুরআন হাদিস দিয়ে সাজাও প্রাণ
তবেই কেবল পেতে পার ছাড়া
কবর হবে নুরের আলোর পাড়া।