আমার মধ্যে আমি খুঁজি,
কোথায় পাব তাকে।
দুঃখির কষ্ট সইতে যে জন,
বুক বাড়িয়ে রাখে।


যেই প্রাঁণে প্রেমের আলো,
খেলতো প্রেমের তরে।
ব্যাথি’র মুখের ভরাট হাসি
ভুবন রাঙা করে।
ভেজানেত্রে সুখের ছোঁয়ায়, যে মন বেকুল থাকে।
কোথায় পাব তাকে।


পিঁড়ীতের তরে যেই হৃদয়ে,
মাঁয়ার ঝর্ণা ধারা।
লোভ-লালসার তপ্তদাহে,
কানায় কানায় খড়া।
আমায় খুঁজি শান্তধারায়, কালো নদের বাকে।
কোথায় পাব তাকে...
***