পঁচা মিনি কাঁদিসনে তুই,
বল না রে! কি খাবি?
চকলেট, নাড়ু, চাঁপা কলা-
যা চাস সবই পাবি।


ঘুমাবি বল কোন বালিশে?
ধরবি দিদির গলা?
হাতে অনেক কাজ আছে রে!
আর করিসনে জ্বালা।


নতুন জামা কিনে দিবো,
লাল, হলুদের জরি,
বাজার থেকে এনে দেব,
বাবুয়ানা গাড়ী।


মন্ডা-মিঠাই খাবি নাকি?
বল না আমায় খুলে,
বাবা কিন্তু বকবে ভিষম,
অফিস থেকে এলে।


আমার পুতুল বিয়ে হবে,
বরের সাথে তুই যাবি?
মাংস, পোলাও, লাচ্ছি, ফিরনী
আর কত কি খাবি।


পাশের বাড়ী চাঁদনী এলে,
বলবে মিনি পঁচা,
কাঁদিসনে আর অমন করে
নাকটি করে বোচা।


তিনের নামতা পড়ায় যে স্যার,
মাথা ইয়া টাক,
মিনিমণি গাল ফুলিয়ে-
বলছি তারে ডাক।


হাতদুটো তোর ধরছি চেপে,
এবার চেয়ে দেখ,
এক ঘুষিতে ফাটিয়ে দিব,
অমনি বোচা নাক।


ভেজায় দুষ্টু হচ্ছ ভারী?
রাগলে কেন চুপ রও?
কোলে তুলে আদর দিলে,
বল যে ম্যাও ম্যাও ম্যাও।
           ***