কিনতে কিছু নির্মল হাওয়া রক্ত দিলাম ভীষণ,
তোমরা কেন লোভের বশে করছ তাতে দূষণ।
প্রাণটা ভরে মুক্ত হাওয়ার ঘ্রাণ নিব যে তাই-
বুকের তাজা রক্ত দিল আমার প্রিয় ভাই।
পদ্মা,মেঘনার গন্ধমাখা শীতল হাওয়ার যাঁচে,
আমার বোনের আচঁল ভরা রং দিল সব মুছে।
এই হাওয়াতে বাঁচবো আমি বাঁচবে আমার ছেলে,
ডানে-বামে করছো দূষণ, সাহস কোথায় পেলে?
রক্তমাখা শার্টগুলি সব ঝুলছে ঘরের কোণে,
জাগতে হবে আর একটিবার একাত্তরের রণে।
করছে গুলি ফুটছে বোমা মসনদেরই নেশা,
ঘুমন্ত ছেলে লাশ হওয়া কি একাত্তরের আশা?
মিথ্যা কথা ছাড় সবই মিথ্যে হাওয়াই ঝুড়ি,
মাথা তুলে দাঁড়াতে দাও, যাচ্ছে সবাই ছাড়ি।
কিসের এত দম্ভ তোমার? পুচ্ছ করছো খাড়া,
তাদের জান, দেশের প্রেমে সব দিয়েছে যারা?
বলছি তোমায় মানুষ হতে, দাঁড়াও একটু নিচে,
দেখি কিসে রুখে মোদের, রাখে ফেলে পিছে।
তুমি আমি আত্মীয়তে বাঁধা একটি দেশ,
হাতে ধর সামনে তাকাই পিছে ফেলে রেশ।
                      ***