প্রতি রাতে চোর আসে
কাঠালের গন্ধে,
খিল এঁটে ঘরে থাকে
সাহসের দ্বন্দে।


দাদু বলে আর নয়
চোর আজ ধরবো,
হোক বেটা পালওয়ান
তাও আমি লড়বো।


রেগে গিয়ে দাদু খুব
নিজ বুকে থাপড়ায়,
গরু-মহিষ এক ঘাটে
যার ভয়ে জল খায়।


কার বাড়ি করো চুরি
পার নি তো বুঝতে,
মুণ্ডটা কেটে নেব,
দাও দিকি কাস্তে।


দাদি বলে চুপ চুপ
শোন কি-না শব্দ,
তাও বেটা এলি আজ
হতে বুঝি জব্দ!


যাও তবে, খালি কেন?
এনে দেই তলোয়ার,
দেখা যাবে চোর বেটা
পাকা কেমন খেলোয়ার।

দাদি খুঁজে অবশেষে
পেলো ভোঁতা সুড়কি,
হাতে দিয়ে তাড়াতাড়ি
খুলে দিল খিড়কি।


দাদু বলে চলো যাই,
সাথে নিয়ে লণ্ঠন,
চোর বেটার হাত-পা
কেটে দেব বণ্টন।


শুনে দাদি রেগে মেগে
ফুলে ফেপে তিনগুন,
মিছে কেন বকছিলে
ঘরে বসে এতক্ষন।


খুব করে জানি সব
বুড়ো তুমি মুরদে,
দাদু আয় শুয়ে থাকি
কাঁথাটা মুড়ে দে।


পোষা কুকুর শুনে হাসে
শুয়ে থেকে উঠুনে,
বুড়ো দাদু পালোয়ান
শুধু না-কি কথনে।
  ===<><>===