সেই যে তুমি বললে ছুঁয়ে
নীল সাগরের ঢেউ,
তোমার থেকে আমায় নিতে
পারবে না আর কেউ।


বিনে সুঁতোয় গেঁথে নিলে
চোখে ও চোখ রাখি,
স্বাক্ষী মানলে গাছের ডালে
অচিন দুটি পাখি।


স্বাক্ষী আছে, পক্ষী আছে
আমি রইলাম কই,
আমিও কি আর জানতাম প্রিয়,
আমি তোমার নই।


আজ অসময় দৃষ্টি সীমায়
ভাসলে তোমার মুখ,
অভিমানের মিথ্যে বোঝায়
চেপে আসে বুক।


দুঃখ সুখে তোমার তরে
আজও হই উৎসুক
বিষদ বাণে ভাসি আমি
তবু তোমার ভাল হোক।