প্রজাপতি, প্রজাপতি রঙ্গিন নক্সা আঁকা,
কোথা পেলে মনের মত এমন দুটি পাখা!
প্রজাপতি, প্রজাপতি যেও নাকো উড়ে,
পাখা দু’টো দাওনা দেখি একটু নেড়েচেড়ে।
প্রজাপতি, প্রজাপতি তোমায় লাগে ভালো,
যখন তুমি চাঁপা ফুলে হাওয়ায় হাওয়ায় দুলো।
প্রজাপতি, প্রজাপতি ঝিঙ্গে ফুলের মাচায়,
মিষ্টি লাগে, বৃষ্টি ফোটায় যখন তোমায় নাচায়।
প্রজাপতি, প্রজাপতি দাওনা পাখা দু’টি,
ফুলে ফুলে হাওয়ায় ভেসে খাবো লুটোপটি।
প্রজাপতি, প্রজাপতি রাত্রি তুমি জাগো!
বৃষ্টি ভেজা জোছনা রঙে ইচ্ছে হলেই রাঙ্গো।
প্রজাপতি, প্রজাপতি হাওয়ায় তোমার ঘর,
যখন ইচ্ছে ছুটে বেড়াও ডানায় করে ভর।
প্রজাপতি, প্রজাপতি নাই কি তোমার পড়া,
চাঁপা ছেড়ে শিউলি ফুলে মনের মত উড়া।
প্রজাপতি, প্রজাপতি ভয় কেন পাও মিছে,
প্রতিদিনই আম্মু বকে পরলে তোমার পিছে।
প্রজাপতি, প্রজাপতি একটু কাছে আসি,
তোমার দুটি রঙ্গিন পাখা আমি ভালোবাসি।
প্রজাপতি, প্রজাপতি আমায় সাথে নিবে,
কোথাও থেকে রঙ্গিন দুটো পাখনা এনে দিবে।
                     ***
ছন্দঃ স্বরবৃত্ত


রচনাকালঃ
১৬ মে ২০১৫ইং
গাজীপুর,ঢাকা।