পড়ন্ত বিকেলে তোমার আচঁলে
দক্ষিণা বাতাসের দোলা,  
কি জানি সুখ বাজিছে বুকে
হৃদয় করিছে খেলা।


তোমার অমন সতেজ দেহ
দেখিলে সরসী মুখ,
থেকে থেকে নাচে অন্তচারী
কেঁপে কেঁপে উঠে বুক।


অঙ্গ জুড়ে উথাল পাতাল
নব জোয়ারের আলো,
শিশির ধোঁয়া শুভ্র ভোরে
বেসেছি তোমায় ভালো।


তোমার অঙ্গের মাতাল গন্ধে
নিজেকে কোথায় হারাই,
ইচ্ছে করে তোমার সাথে
হাওয়ায় ভেসে বেড়াই।


প্রিয়তম আমার সবুজের মাঠ
কাঁচা ধানের ও মায়া,
কোথা থেকে আর এ দু'টি নয়ন
মাখিবে অমন ছায়া।


হেমন্তের এই মধু মাখা বেলায়
তরু ছায়া তলে এসে বসি,
কৃতজ্ঞ এ প্রাণ জন্মে এখানে
দেখেছি ফসলের হাসি।