আষাঢ় মাসের শেষে,
বৃষ্টি যখন আসে,
ঝাপসা চোখে ভাসে,
কে যেন ঐ আসে।


আউশের ক্ষেত ছেড়ে,
কচা নদীর পারে,
বিজয় নিশান উড়ে,
পালের দঁড়ি ছিড়ে।


জলপরীদের নিয়ে,
ধানের পরাগ ছুঁয়ে,
দমকা হাওয়ার ঢেউয়ে,
পরছে গলুই নুয়ে।


ঢেউয়ে ঢেউয়ে খেলে,
হাওয়ায় দুলে দুলে,
বৈঠা জলের খেলা,
ছল্ ছলা ছল্ দোলা।


এমন খেলা খেলে,
ঐ পাড়ার এক জেলে,
বর্ষা ঘন ভর দুপুরে,
বিজন ঘাটে একলা ফেরে।


দাওয়ায় বসে ছোট্ট খোকা,
ভেবে হারায় একলা একা,
ডিঙ্গি নিয়ে একদিন সে,
হারিয়ে যাবে ভেসে ভেসে।


আষাঢ় বেলায় এক বিকেলে,
দেখলো খোকা চোখটি মেলে,
ক্ষেতের পাশে জাপসা কালো,
মিষ্টি শিতল বর্ষাা এলো।


জলের যৌবন নাইকো সেথা,
খোকার মনে উঠলো ব্যাথা,
কেন হয়ে গেল সব পরিবর্তন,
দিনের ভাঁজে দিনের বিবর্তন।