মেঘ কেটেছে, চাঁদ উঠেছে
বৃষ্টি বিজন নীশে,
সাঁঝের সাথী, জ্বালায় বাতি,
জোনাকীরা এসে।


ফুল সুভাসে, হাওয়ায় এসে,
মাতায় আমার প্রাণ,
দুয়ার ঘেষে, শিউলি হাসে,
আকুল করা ঘ্রাণ।


কোথাও থেকে, থেকে থেকে,
ভাসছে বাঁশির সুর,
এমনি রাতে, মন হারাতে,
চাইবে অচিনপুর।


রাত দুপুরে, দূর আসরে,
জমলে পুঁথির পালা,
ডালিম ডালে, জোসনা এলে,
মন যে, হয় উতালা।


পূবের হাওয়ায়, ঘাটের খেয়ায়,
নাচে ঢেউয়ের তালে,
ছল ছলা ছল, জলপরী দল,
মাতাল নদীর জলে।


বারে বারে, মেঘের আড়ে,
মুখ লুকালে চাঁদ,
মনে পরে, মোদের দোরে,
বৃষ্টি ভেজা রাত।