ভয় পেলে কেন দুষ্টুমিতে
ওটা কিন্তু বাচ্চা বাঘ,
চোখ দুটো যাও পুটুস পাটুস,
মাত্থা ভরা বেজায় রাগ।


আহা আহা, খোঁচাও কেন
ঘুমন্ত ওর পাজরে,
লাগবে কেমন কামড়ে দিলে,
পাচায় তোমার সজোড়ে,


ধোনি নাকি গরিব তুমি,
এই কথা কি মানবে সে,
তথ্য কথার ঝোলা এখন
দৌড়ে পালায় তড়াসে।


এমনধারা বলছি তবুও
শুনবে না তাও কিছুতে,
কেমনে বাড়ী মুখ দেখাবে
মাংস ছাড়া পিছুতে।


আড়ি করে ফিরলে সেদিন
না খেয়ে বেশ ঘুমালে,
ইলিশ ঝোল স্বাদের গন্ধ
জল ভরিয়ে চোয়ালে।


আজ নাকি ফের যাচ্ছো দাদা
বাংলা বাঘের ডেরাতে,
আজ না খেলে আগেই বলো
বউ নিয়ে যাই বেড়াতে।
===০===<><>===০===
ক্রিকেট মানি বাড়তি উত্তেজনা, ক্রিকেট মানি একটু বাড়তি পাগলামি। বাংলা ওয়াশের জন্য মুখিয়ে আছি। আজ আবার পাগলামি হবে। উর্ধ্বতনকে সাফ জানিয়ে দিয়েছি আজ আমাদের পাগলামির দিন, সুতরাং ১২ টার পরে কোন অফিস হবে না চাকুরি থাকলে থাকবে না থাকলে নাই।