একশ যখন হবে,
দীপ্ত তেজি এই দেহটা সৌখিন লাঠির জোরে,
বাহির ঘরের ঐ দূরত্বে পা দুটো যায় কেঁপে-
আবার যখন ফিরবে হাওয়া একশ ফাগুন ঘুরে,
সংখ্যাটা তো একশ একুশ হবে!


একশ যখন হবে,
উঠবে রবি, ফুটবে মুকুল, দুলবে চাপার দলে,
এমনি বিকেল, নন্দ নিখিল, ঝিঙ্গে ফুলে ফুলে,
বৃষ্টি ভেজা মিষ্টি আলো আমার উঠুন কোলে,
একশ যখন হবে, তোমায় ভেবে ভেবে,
শতবর্ষের প্রবীন প্রাণে কেমন দোলা দিবে!
সংখ্যাটা কি একশ তিরিশ হবে!


একশ যখন হবে,
এই আসরের সুরগুলো ফের বাজবে কোন ভোরে,
ফুটপাতের ঐ আড্ডাগুলো থাকবে কোথাও জমা-
নবীন প্রাতের ফাগুন হাওয়া সুভাস দিবে ভোরে
আমার আকাশ পরবে ঢাকা সন্ধ্যা মেঘের ভীরে।
সংখ্যাটা কি আরও বেশি হবে!