ওগো আমার দেশের ধনী, একটা জবাব দেন,
সোনার বাংলায় আজও পথে মানুষ ঘুমায় ক্যান?
দুচোখ মেলে একটু দেখুন এমনি চরম শীতে,
কেমনে ওরা ঘুমায় এসে মাটির শয্যা পেতে।
হাঁড় কাপানো শীতে যখন দৌড়ে পালাই ঘরে,
ধুকে ধুকে পথের ধারে যেই শিশুটা মরে।
তোমার বাগান ভরতো যদি এমনি ফুলে ফুলে,
পারতে কি ভাই নিন্দ্রা যেতে গরম হাওয়ায় দুলে।
ঐ যে বুড়ো শীতে কেঁপে বিলাপ করে শুধু,
পারতো হতে এই বুড়োটা তোমার আপন দাদু।
পথের কুকুর পাচ্ছে তোমার উনুন শালায় ঠাঁই,
কিন্তু মানুষ মরছে কেঁপে ওদের আদর নাই।
জানি তুমি দেখছো সবই অন্ধ থাকো তবু,
মানবতার কষ্টে তোমার প্রাঁণটা হয় না কাবু।
আমরা কেমন সভ্য হলাম ভাবছি যখন বসে,
কে যেন ভাই আড়াল থেকে ব্যঙ্গ করে হাসে।