গোধূলীর ঐ রাঙা আলো  
জানিয়ে গেল ছুঁয়ে,
খুব সকালে ফিরবো আবার
রঙ্গিন আলো নিয়ে।


শীতের হাওয়ায় ঝরা পাতা
জানিয়ে গেল ঝরে,
দক্ষিণ হাওয়ার পাতায় পাতায়
উঠবে আবার ভরে।


পালের নৌকা ভাটির গাঙ্গে
জানিয়ে গেল সুরে,
হলদে পাখির নাইওর নিয়ে
আসবে উজান তীরে।


এমিন এমন এক আষাঢ়ে
সাঁঝের পুষ্প হলে,
জোছনা যখন মুখ লুকিয়ে
মেঘের কোলে কোলে।


কিন্তু তুমি চুপটি রইলে
চুপটি যখন সব,
চুপটি রইল বনের পাখি
গাছের কলরব।


শুভক্ষণে হয়নি কথা
ফের হবে কি আর,
হারিয়ে যাওয়া বিজন মনের
তুমিই মতির হার।


শূণ্য সকল অবসরে
একলা যখন থাকি,
ফুরিয়ে যাওয়া কুঁড়িয়ে কথা
স্মৃতির মালায় গাঁথি।