ভালো মানুষ সেজে থাকো,
ভালো হলে মন্দ কী,
তেলে মাথায় তেল চুবালে
বিনে তেলে দ্বন্দ্ব কী।


নষ্ট মানুষ,সাধু পুরুষ
লোক দেখানো কম্যটা,
হাতি ঘোড়া, নওতো তুমি
কিসের তবু দম্ভটা।


গুনি সাজো, গুনের ভারে
হও না কেনো নুজ্জুমান,
মুর্খ তুমি দম্ভ করে
সাধু’র করো অপমান।


পরিধেয় এ ভদ্র সাজো
এটাই কি ঠিক ভদ্রতা!
প্রস্তসম মনটাতে নেই
একটু প্রেমের আদ্রতা?


তোমার কত অনাচারে
যিনি অধিক দুঃখ পায়,
সত্য প্রভু সঠিক তুমি
তোমায় বুঝি বিবেক কয়।