বিশ্ব যখন নাচের তালে মাতাল হাওয়া পাল উড়ায়,
গগনে গগনে পাবকে পবনে শিরক শুধুই বৃদ্ধি পায়।
আল্লাহর ঘর কাবায় বসিত ভূত প্রেতের মেলা,
বাদশা ছিল শয়তান সেথায় করিত নানান খেলা।
চলিত ভীষণ ব্যভিচার লীলা জ্বালিত কামনা বাতি,
না করে বিরাম ভোগ উৎসবের সমান দিবস রাতি।
দলিয়া চরনে কর্দম দিয়া গড়িত নানান নর,
ভাবে তাহারে আল্লাহ, খোদা,সেই পরমেশ্বর।
এমনি করিয়া পাপ কালিমায় পৃথিবী যবে উঠে মাতি,
নব আলোকের আলোক ছটায় এলো মোহাম্মদের জ্যোতি।
পুলকে শ্রদ্ধা নিবেদিত হয় সহস্র পুষ্প জবা,
বিশ্ব বীণায় বাজিছে আজিকে মার্হাবা মার্হাবা।
সূ্র্য পূর্বে উঠে চিরদিন পশ্চিমে আজ হল উদয়,
স্বর্গের ফুল ফুটিল কাবায় আনন্দেতে দোলে হৃদয়।