সাড়ে তিন হাত নৌকার মাঝি
ভাবছো মনে কী?
শেষ বিচারের দিনে তুমি রেহাই পাইবা নি
সাদা সাদা কালা কালা
রাস্তা দিল মন্দ ভালা
কোন পথ যে মিটাও জ্বালা
ওরে মোন মাঝি ই
শেষ বিচারের দিনে তুমি রেহাই পাইবা নি?
সাদা সাদা কালা কালা
রাস্তা দিল মন্দ ভালা
কোন পথে যে মিটাও জ্বালা
ওরে মোন মাঝি
শেষ বিচারের দিনে তুমি রেহাই পাইবা নি?
সম্পদ ভালা গলার মালা
চাইলে কি আর হয়
ন্যায় অন্যায় মানেনা মোনে সর্বদাই  টাকার নেশা হয়
গো কেন টাকার নেশা হয়?
সাদা সাদা কালা কালা
রাস্তা দিল মোন্দ ভালা
কোন পথ যে মিটাও জ্বালা
ওরে মোন মাঝি ই
শেষ বিচারের দিনে তুমি রেহাই পাইবা নি?

ধন্যবাদ ও কৃতজ্ঞতা স্বীকার করছি এবং  ভালবাসা অবিরাম যার জন্যে আমি এই প্লাটফর্মের সন্ধান পেয়েছি। সেই প্রিয় কবি এম এ সালাম। (সুর ও সন্ধের কবি)