এই অহম আর অতৃপ্ত কথার আত্মা গুলো-
কথার লেহনে সব কিছু রোজ এটো করছে।
মানব আত্মা চেয়ে দেখে রোজ আত্মহত্যার-
চেষ্টা চালায়। আমি ভাবছি কোনটা আমি?


ভদ্রস্থ চেহেরায় রোজ আমায় বুঝায় তথ্যবচন
খোলস আড়ালে চোখের কায়া ধূর্ত দৃষ্টি কি চেয়েছে?
আমার কথায় বিষ মাখানো বলতে গেলে আগুন
ছুটে শব্দ বাণে। তৃপ্ত তৃষ্ণার শব্দও তো আমি জানি।
তারাও জানে। ভাবছি আসলে- 'কোনটা আমি?'


কল্পিত সব মানুষ গুলো মন খেয়ালি হেলায় ভুলে-
মনের মত হতে হবে, তারাও তো এই চেয়েছে।
কে পেয়েছে কার তরে সুখ? যারা বলে মানিয়ে চলি-
তারাও রোজ অভিনয়ে বাঁচতে শেখে, আমিও জানি।
কিন্তু আমি দন্দে থাকি- 'কোনটা আমি?'