দেখেছিলাম তাকে
সেই এক কাক ডাকা ভোরে
কুয়াশায় ছিলো ঘেরা
পিচ ঢালা রাস্তা দিয়ে এসে ছিলো
আবার ধিরেধিরে মিলিয়ে গেলো
দূরে বহুদূরে।
তারপর দেখেছি আরো বহুবার
শীতের কুয়াশায় বর্ষার অঝোর বৃষ্টিতে
বৃষ্টিজলে ভিজতে ভিজতে।
এখনো অপেক্ষা করি
এখনো শিশির জলে পা ভেজে
এখনো আকাশ মেঘলা হয়।
কিন্তু সদ্য নববধূ হওয়া
অভিমানী রূপসী হাসি দিয়ে
দূর রাস্তায় মিলিয়ে যায় না।
মিলিয়ে যায় না আমার
পিচ ঢালা রাস্তার দিকে চেয়ে থাকা।
এই অপেক্ষাই আমার ভালোবাসা
এই অপেক্ষাই আমার এক টুকরো অশ্রুজল
আর এই অপেক্ষাই আমার মৃত্যু ।