।। কে তুমি ।।
        # সৈকত জানা #


কোন কুজন বনে
গেয়েছিলে মাতি...?
সুর বাঁধা মন
ভুলিছে কি জন জাতি...!
মহুয়া আর শালের বনে
সুর বাঁধে কোন জনে...?
হে বনপতি...!!
যদি আমার সচক্ষে
রাখো তার দেহাঙ্গ ,
তবে এই মানব রুপে
করিব শত শত আরতি।
কার এমন উপস্থিতি
এই শালেদের বনে...?
একবার দাও তোমার দর্শন
আমার মানষচক্ষে ,
অনেক করেছি কর্ষণ।
তুমি কোন রুপে
এই বসুধায় অবতীর্ণ..?
তোমার লাগি
হয়েছি আমি জীর্ণ।
এই দীর্ঘ দিনের শেষ রজনীতে
বৃহৎ আশ্বাস রহিছে এ বুকে।
কোন ময়ুর পালে লাগিছ ভ্রমণে..?
শাল, পলাশ হয়ে
মহুয়ার কাননে।
অন্তর তব
নাহি আর মানে........!
                - -Æ - -