।। নৈসর্গিক শোভা ।।


এত রুপ তোমারে দিল কে..
     শান্ত, নিঝুম অঙ্কিত তুলিতে....?
কোমল নীরবী বাতাসে তোমারই        
     প্রতিচ্ছবি...... বর্ষনে বর্ষনে সৌন্দর্যময়।
    একাকি পতঙ্গেরা সব ছুটে আসে,
দুর দুরান্ত হতে....!
    কুলু কুলু শব্দে জলেরা
হেঁটে চলে..... ধারায় ধারায়।
    এত দীপ্ত ময়, যেন সমস্ত বসন্তের
ভিড় এই কোলে।
    বছরের প্রতি ক্ষনে ক্ষনে....
কত কত জনের সমাগম ।
    সবুজ সবুজ রুপে....
দন্ডায়মান নিশ্চুপ বাতাসে,
    শির নাড়ে কত রংবাহারি তালে ।
এত কারুকার্য বর্ণনাহীনে....
    সুর্যের আড়ালে জেগে ওঠে,
অকল্পায়িত চিত্রে.....!
    মস্তিষ্কহীনে প্রকৃতির বর্ষণ
মেখে ফেলে শুদ্ধ আর্শিবাদে।
    অদ্বিতীয় শিল্পীর সৃষ্টি হার মানে
তোমার এই অশোক বিকাশে।
    সুখানন্দে এমন সময়ে
প্রকৃতি কেঁদে ফেলে...
    বাকদানের শর্ত এড়িয়ে।
যেন ঘুমন্ত পাথরেরা জেগে ওঠে
    নতুন জাগরন প্রানে.......!
                - - Æ - -
                                     # সৈকত #