হাজার বছরের কবিতারা আজ
ঝরে পড়ছে বৃষ্টি হয়ে।
তৃষ্ণার্ত চাতক তৃষ্ণা ভুলে গেছে,
আজ ভিজছে সে ঐ বৃষ্টিতে।
অন্ধকারে ঢেকে গেছে ধরণী ।
কালো মেঘের আড়ালে দেখা যায় ওটা কি?
কোন আলো নাকি জীবনের কোন সত্যি?
ঐ চাতক দেখেছে সেই আলো,
বুঝেছে সত্যি ভালোবাসার মানে।
হৃদয়ে উপলব্ধি করা যায়,
তবু স্পর্শ করা যায় না যাকে ।
তাকে যায়না কাছে পাওয়া।
শুধু নির্জন রাস্তায় হঠাৎ বৃষ্টিতে,
ভেজা মনে অনুভব করা যায় তাকে।
জাগতিক মলিনতা থেকে দূরে,
মনের গভীরে সে বেঁচে থাকে ।
সে এক অদ্ভুত নিবিড় স্বত্বা,
কাছে থেকেও কাছে পাওয়া যায় না যাকে ।