নীলাদ্রি, ক্ষোভের ভুলে
তোমার চুলের কাঁটাগুলো
আমার বুক পকেটে রেখে গেলে!


এতক্ষনে তুমি বহুদূর হতে
রিকশায় বসে চুল উড়িয়ে
দৃষ্টি দিয়ে অন্ধের মত আমায় খুঁজছো।


জানি, যুক্তির শাসনে ভয় নেই তোমার
আজ তুমি ফেরার জন্যে আসনি
হারার জন্যেও নয়।


তাই বলে অতদূর ফিরে গিয়ে
রিকশা ঘুড়িয়ে আবার আসবে
তা ভাবতে পারিনি!


আচ্ছা, সত্যি করে বলোতো
কাজল লেপ্টে তুমি কি শুধুই
চুলের কাঁটাগুলোর জন্যেই ফিরে এলে!