এখন আর এসবের
দাম নেই-জানি!!


দু-ছটাক বাদামে
দুপুরের লাঞ্চ,
এক কাপ চা দু-খানা
চেলা বিস্কুটের বুফে ডিনার!


মন খারাপের ভ্যায়োলিন
বিস্তর উঠোনে দৃষ্টির অবসর,
পোষ্টম্যানের হলুদ ব্যাগ কিংবা
পোঁকায় কাঁটা প্রিয় চিঠির দুরত্ব।


এখন আর এসবের
হিসেব কষোনা-জানি!!


মিলনের আদিক্ষ্যাতা
কিংবা অঙ্গীকারের ঝারি,
পরস্পরের আলিঙ্গনে
উষ্ণতার ফুলকি্!


লিপষ্টিকের তিক্ত স্বাদ
ভেজা ভ্যাসলিনে,
অথবা ভোগের অপেক্ষায়
থাকা অজস্র চুম্বন।


না করলেই ভালো।।


এমঃত গোত্রহীন
লালসার প্রিয় আত্মসাৎ,
তোমার গন্তব্যে একদিন
ষ্টেশনের হিড়িক ফেলবে।


সেইদিন নখের বিষে
আঁকা ক্যানভ্যাসে,
হারিয়ে যাবে
তাজমহলের সবটুকু অস্তিত্ব।